পাকিস্তানী সরকার ও সেনার অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন পাশতুন, সিন্ধি, বালোচ সম্প্রদায়ের মানুষজন। সেনাকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হলো বিক্ষোভ থেকে। অত্যাচার বন্ধ না হলে পাকিস্তানী সেনার ‘চামড়া’ ছাড়িয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন পাশতুন নেতারা। ভরা সভা থেকে পাশতুন নেতার হুঁশিয়ারি, “বাঙ্গালীরা প্যান্ট খুলে নিয়েছিল, আমরা চামড়া ছাড়িয়ে নেবো।”
উল্লেখ্য, গত ১৮ই আগস্ট, শুক্রবার, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশাল বিক্ষোভে সামিল হন পাশতুন, বালোচ ও সিন্ধি সম্প্রদায়ের মানুষজন। এই বিক্ষোভের ডাক দিয়েছিলো পাশতুনদের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘পাশতুন তাহাফুজ মুভমেন্ট(PTM)।
সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ সংগঠনটির পক্ষ থেকে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে পাশতুন নেতা মনজুর পাশতুনকে বলতে শোনা যাচ্ছে, “পাশতুনদের টার্গেট করে হত্যা করা হচ্ছে, মিথ্যা কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, জোর করে জমি দখল করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে- এসবের বিরুদ্ধে PTM ইসলামাবাদে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ করবে। আমরা বালোচ, সিন্ধি, গিলগিট-বাল্টিস্তান এবং পাঞ্জাব প্রদেশের অত্যাচারিত মানুষদের এই বিক্ষোভে সামিল হওয়ার আমন্ত্রণ জানাই।” এমনকি বিক্ষোভ থেকে দাবি ওঠে যে অবিলম্বে গ্রেপ্তার করা পাশতুন, সিন্ধি ও বালোচ মানুষদের মুক্তি দিতে হবে, নচেৎ এর থেকেও বড়ো বিক্ষোভ হবে।
এদিকে বিক্ষোভে যে বিশাল সংখক মানুষ সামিল হয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই নিজস্ব পতাকা নিয়ে এসেছিলেন। বিক্ষোভ সমাবেশে আফগানী পতাকা, পাশতুন পতাকা, সিন্ধি পতাকা ও বালোচ পতাকা দেখা গেলেও পাকিস্তানের জাতীয় পতাকা দেখা যায়নি।
ওই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানী সেনাকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন PTM নেতা মনজুর পাশতুন। তিনি তাঁর বক্তব্যে ভারতীয় সেনার সহায়তায় ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তি যুদ্ধে পাকিস্তানী সেনার শোচনীয় পরাজয়ের কথা মনে করিয়ে দেন। তিনি পাকিস্তানী সেনাকে সরাসরি বলেন, “বাঙ্গালীরা তো শুধু প্যান্ট খুলে নিয়েছিল, আমরা তোমাদের চামড়া ছাড়িয়ে নেবো।”
তবে এই বিক্ষোভ সমাবেশ দমন করতে চেষ্টার খামতি রাখেনি পাকিস্তানী সেনা। পূর্বে পাকিস্তানের সুপ্রিম কোর্টের সামনে এই বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই সেখানে হামলা চালায় পাকিস্তান সেনা। PTM-এর কয়েকশো কর্মী ও সমর্থককে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে বিক্ষোভের স্থান পরিবর্তন করা হয়। ইসলামাবাদ শহরের শেষ প্রান্তে তারনল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।