মণিপুর: নির্মীয়মাণ রথে এলোপাথাড়ি গুলি চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা



Updated: 05 July, 2024 7:49 pm IST

শুভ রথ যাত্রার পূর্বে নির্মীয়মাণ রথে হামলা চালানোর ঘটনা ঘটলো মণিপুরের ইম্ফল শহরে। রাতের অন্ধকারে রথ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মেইতেই হিন্দুদের মধ্যে।

জানা গিয়েছে, আসন্ন জগন্নাথদেবের রথ যাত্রা উপলক্ষে ইম্ফল শহরের সানা কনুং এলাকায় একটি রথের নির্মাণ কাজ চলছিল। রথটির নির্মাণ প্রায় সম্পূর্ণ। গত বৃহস্পতিবার রাতে আনুমানিক বারোটা নাগাদ আশেপাশের বাসিন্দারা গুলির শব্দ শুনতে পান। গুলির শব্দ শুনে বেশ কয়েকজন বাইরে বেরিয়ে আসেন। তাঁরা একটি গাড়িকে দ্রুত চলে যেতে দেখেন।

পরের দিন সকালে দেখা যায় যে রথের সর্বত্র গুলির আঘাতের চিহ্ন। পরে স্থানীয়রা ইম্ফল পূর্ব থানায় খবর দেন। তৎক্ষণাৎ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয়রা জানাচ্ছেন যে দুষ্কৃতীরা গাড়িতে করে এসেছিল। গাড়িটি প্যালেস গেটের দিকে পালিয়ে যায়।

এদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও কী কারণে এই হামলা চালানো হয়েছে, তা স্পষ্ট নয়।

প্রসঙ্গত, মণিপুরের মাটিতে এখনও জাতিগত হিংসার রেশ হয়েছে। কুকি জঙ্গিরা স্থানীয় মেইতেই হিন্দুদের ওপরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। অনেকের সন্দেহ, এই হামলার পিছনে কুকি দুষ্কৃতীদের হাত থাকতে পারে।