গঙ্গাসাগর যাওয়ার পথে অত্যাচারের শিকার হলেন তিন হিন্দু সাধু। সেই সঙ্গে নির্যাতনের শিকার হন ওই তিন সাধুর সঙ্গে থাকা তাদের গাড়ির চালক ও রাঁধুনি। গত ১১ই জানুয়ারি, বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত গৌরাঙ্গডি গ্রামে।
জানা গিয়েছে, ওই তিন হিন্দু সাধু উত্তর প্রদেশের বাসিন্দা। তাঁরা গাড়ি ভাড়া করে গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুরে রান্না ও খাওয়ার জন্য থামেন। অভিযোগ, ওই সাধুরা বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা সংগ্রহ করেছিলেন। সেই সময় এলাকায় কিছু ব্যক্তি গুজব ছড়ায় যে ওই সাধুরা নাবালিকা মেয়েদের অপহরণ করেছে।
এই গুজবে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। গুজবে বিশ্বাস করেই ওই সাধুদের মারধর করতে শুরু করেন তাঁরা। ওই সাধুদের কাপড় খুলে নগ্ন করে চুলের মুঠি ধরে মারতে শুরু করেন কিছু লোকজন। বাদ যাননি সাধুদের সঙ্গে থাকা গাড়ির ড্রাইভার ও রাঁধুনি। তাদেরকেও মারধর করা হয়।
ইতিমধ্যে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে নগ্ন করে মারধর করা হচ্ছে এক সাধুকে। চুলের মুঠি ধরে মারধর করা হচ্ছে। ছেড়ে দেওয়ার জন্য বারবার কাতর অনুরোধ করলেও শুনছেন না কেউই।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। আক্রান্ত সাধুদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।
শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।