সৌদি আরব: মক্কায় বাস দুর্ঘটনা, উমরাহ করতে যাওয়া ২০ জনের মৃত্যু



Updated: 28 March, 2023 8:46 am IST

ভয়াবহ বাস দুর্ঘটনায় ২০ জন যাত্রীর মৃত্যু হলো সৌদি আরবের মক্কায়। মৃতরা সকলেই উমরাহ করতে গিয়েছিলেন। ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। গতকাল সোমবার ঘটনাটি ঘটে।

খবর অনুযায়ী, গতকাল উমরাহ করতে যাওয়া যাত্রীদের নিয়ে রওয়ানা দেয় একটি বাস। যাওয়ার পথে রাস্তার পাশে থাকা গার্ড রেলিং এ ধাক্কা মারে বাসটি। আর মুহুর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২০ জনের। অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ইতিমধ্যে বাস দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে যে বাসের ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনা ঘটেছে। মক্কার উদ্দেশে যাওয়ার পথে পাহাড়ি রাস্তা পেরোনোর পর একটি সেতুর উপরে দুর্ঘটনা ঘটে। বাসটি কয়েকবার পাল্টি খায় বলে জানা গিয়েছে। আপাতত ক্ষতি হওয়া রাস্তার মেরামত করার কাজ চলছে।