বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের আরাধ্য দেবদেবীর মূর্তি ভাঙার অন্ত নেই। এবার ঘটনা শরীয়তপুরের। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে শীতলা মায়ের মূর্তি ভাঙচুর করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। গত ২৭শে মার্চ গভীর রাতে ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের অনুমান।
খবর অনুযায়ী, শীতলা মায়ের মন্দিরটি পালং হরিসভা মন্দিরের পাশেই অবস্থিত। আজ সকালে স্থানীয়রা মন্দিরের ভিতরে মূর্তিটি ভাঙ্গা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়লে মন্দির চত্বরে ভিড় জমান স্থানীয় হিন্দুরা।
মন্দিরের ভিতরে মূর্তিটি ভাঙচুর করার পাশাপাশি মন্দিরের ভিতরে থাকা পূজার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে। ঘটনায় স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।