দিল্লী: ফুটপাথ দখল করে গজিয়ে উঠেছিল দরগা, ভেঙে গুঁড়িয়ে দিলো প্রশাসন



Updated: 04 April, 2023 3:28 am IST

নিজামউদ্দিন এলাকায় বেআইনিভাবে রাস্তার ফুটপাথ দখল করে গজিয়ে উঠেছিল দরগা। ফলে সমস্যায় পড়ছিলেন পথচারীরা। সমস্যা হচ্ছিল ট্র্যাফিকেরও। আর এসব নিয়ে বিস্তর অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নিলো প্রশাসন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দরগা। দখল মুক্ত করা হলো দখল হয়ে যাওয়া ফুটপাথ। ঘটনা রাজধানী দিল্লীর।

খবর অনুযায়ী, গত ৩১শে মার্চ, শুক্রবার দিল্লীর PWD দপ্তরের আধিকারিকরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। পুলিশবাহিনীর উপস্থিতিতে দরগার দেওয়াল, দুটি ঘর এবং টিনের ছাউনী ভেঙে ফেলা হয়। ফলে দখল হয়ে যাওয়া ফুটপাথ সাধারণের জন্য উন্মুক্ত হলো।

উল্লেখ্য, হযরত নিজামউদ্দিন মসজিদের উল্টো দিকে রাস্তার ফুটপাথে অবস্থিত ছিল বেআইনি দরগা। সেটি সৈয়দ আবদুল্লাহ ভুরাই শাহ বাবার দরগা নামে পরিচিত ছিল। আর সেই দরগা ভেঙে ফেলায় বেজায় ক্ষুব্ধ খাদেম ইউসুফ বেগ। ইউসুফ বলেন, ‘এই দরগা ৫০০ বছরের পুরনো। আমি জেলা শাসকের সঙ্গে দেখা করে উচ্ছেদের বিরোধিতা করেছিলাম। এমনকি প্রশাসনের কথামত দরগার এলাকা ১৩ মিটার পিছিয়ে এনেছিলাম। তাসত্বেও দরগা ভেঙে দেওয়া হয়েছে।’

এদিকে PWD-এর তরফে জানানো হয়েছে যে দরগার মূল অংশের কোনও ক্ষতি করা হয়নি। শুধুমাত্র খাদেম নিজের থাকার জন্য দুটি ঘর এবং লোকজনের ব্যবহারের জন্য যে জায়গা ঘেরা হয়েছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর এসব করা হয়েছে পথচারীদের সুবিধার জন্য।

অন্যদিকে দরগার খাদেম ইউসুফ বলেন যে দরগা এবং ঘর ওয়াকফ সম্পত্তির উপরে নির্মিত। ফলে এইভাবে ভেঙে দেওয়া বেআইনি। তবে দিল্লীর ডেভপমেন্ট অথরিটি এবং ওয়াকফ বোর্ডের মধ্যে দরগার পিছনের সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। তার মধ্যেই দরগার অংশ ভেঙে দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক।