উত্তর প্রদেশ

উত্তর প্রদেশ: হিন্দু নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হলো হাতের ‘ওম’ ট্যাটু

Hindu Voice Desk: ইসলামিক মৌলবাদীদের দ্বারা ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক হিন্দু নাবালিকা। ওই হিন্দু নাবালিকাকে অপহরণের পর দীর্ঘদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ করা হয়। গণধর্ষণের পাশাপাশি ওই নাবালিকার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। এমনকি ওই নাবালিকার হাতে থাকা ‘ওম’ ট্যাটু অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই হিন্দু নাবালিকা(১৪) মোরাদাবাদ জেলার ভগৎপুর থানা …

উত্তর প্রদেশ: হিন্দুর পক্ষে থাকা আইনজীবী মোহিনী তোমারকে অপহরণ ও খুন; গ্রেপ্তার মুস্তাফা কামিল, হায়দার মুস্তাফা, আসাদ মুস্তাফা ও সালমান

উত্তর প্রদেশের কাসগঞ্জে আইনজীবী মোহিনী তোমারের অপহরণ ও খুনের ঘটনার তদন্তে নেমে মোট ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এক অপরাধীর জামিনের বিরোধিতা করার কারণেই আইনজীবী মোহিনীকে অপহরণ করে খুনের পরিকল্পনা করে ধৃতরা। ধৃতদের মধ্যে একই আদালতের একাধিক মুসলিম আইনজীবীও রয়েছেন। মোহিনী তোমারের দেহ উদ্ধার গত ৩রা সেপ্টেম্বর তারিখে কাসগঞ্জ জেলা আদালতের সামনে থেকে নিখোঁজ হন …