Hindu Voice Desk: ইসলামিক মৌলবাদীদের দ্বারা ভয়াবহ নির্যাতনের শিকার হলেন এক হিন্দু নাবালিকা। ওই হিন্দু নাবালিকাকে অপহরণের পর দীর্ঘদিন আটকে রেখে লাগাতার গণধর্ষণ করা হয়। গণধর্ষণের পাশাপাশি ওই নাবালিকার উপর পাশবিক নির্যাতন চালানো হয়। এমনকি ওই নাবালিকার হাতে থাকা ‘ওম’ ট্যাটু অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, ওই হিন্দু নাবালিকা(১৪) মোরাদাবাদ জেলার ভগৎপুর থানা এলাকার বাসিন্দা। অভিযোগ, চারজন মুসলিম যুবক সালমান, রশিদ, জুবের ও আরিফ ওই নাবালিকাকে অপহরণ করে এবং আটকে রেখে লাগাতার গণধর্ষণ ও পাশবিক নির্যাতন চালায়। একসময় কোনোভাবে ওই নাবালিকা পালাতে সক্ষম হয়। তারপরই সে পুরো ঘটনা পরিবারের কাছে জানায়। তারপরেই পরিবারের তরফে ভগতপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ঘটনার তদন্তে নামে।
মোরাদাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে যে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি POCSO Act ও এস সি এস টি আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা বর্তমানে পলাতক।
খবরে প্রকাশ, ওই হিন্দুরা নাবালিকাকে আটকে রেখে গণধর্ষণ করার পাশাপাশি পাশবিক নির্যাতন চালানো হয়েছে। ওই নাবালিকার হাতে থাকা ‘ওম’ ট্যাটু অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে অভিযুক্ত মুসলিম দুষ্কৃতীরা।
ওই হিন্দু নাবালিকার পরিবারের অভিযোগ, পলাতক যুবকরা তাদের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে ।বর্তমানে ওই পরিবার আতঙ্কে রয়েছে।