অরণ্য ষষ্ঠী

অরণ্য ষষ্ঠী: ভোগ ও যোগের মৈত্রী

© ডঃ জয়দেব বিশ্বাস ‘অরণ্য’ শব্দবন্ধের মধ্যে তপস্যার বিভাব আছে আবার তপঃক্লেশের নিরসন আছে, তেমনি রহস্য আছে, রোমাঞ্চ এবং আবিষ্কারের আনন্দ আছে; সর্বোপরি সবুজের সমারোহ, জীবনবায়ু অক্সিজেনের অফুরান প্রবাহ আর সংস্কৃতি ও সাম্যের সৌগন্ধ্য জড়িয়ে আছে। একটিমাত্র শব্দবন্ধের মধ্যেই এতগুলি ভাবের আবির্ভাব ঘটলে তাকে অবলম্বন করে বিভিন্ন লক্ষ্যে, বিচিত্র উপায়ে পৌঁছানোর চেষ্টা হয়ে থাকবে একথা …