বাম শাসিত কেরালার মাটিতে ইসলামিক মৌলবাদীদের তান্ডব অব্যাহত। এবার ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে মারধর করা হলো। শুধু ,মারধর করার পর ওই সেনা জওয়ানের পিঠে সবুজ রং দিয়ে ‘PFI’ লিখে দিলো অজ্ঞাতপরিচয় ইসলামিক মৌলবাদীরা। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা কেরালার কোল্লামের।
ജവാനെ മർദ്ദിച്ച്
— Janam TV (@tvjanam) September 25, 2023
മുതുകിൽ പി.എഫ്.ഐ എന്നെഴുതി
പോപ്പുലർ ഫ്രണ്ട് ഭീകരരുടെ ക്രൂരത
കൊല്ലത്ത്#PFI #PopularFrontOfIndia #JanamTv #janamonline pic.twitter.com/i5Dhsq88w7
জানা গিয়েছে, ওই সেনা জওয়ানের মা, হলভীল শিন্দে। শিন্দে ভারতীয় সেনার ইলেট্রনিক্স এবং মেকানিক্যাল শাখায় কর্মরত এবং কেরালার কোল্লামে কর্মরত। গত ২৪শে সেপ্টেম্বর, রবিবার রাতে চাঁদপাড়া এলাকায় তাকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী। সেনায় চাকরি করে জানতে পেরেই হাত-পা বেঁধে মারধর শুরু করে দুষ্কৃতীরা। মাটিতে ফেলে পেটানো হয় ওই সেনা জওয়ানকে। তারপর সবুজ রং দিয়ে পিঠে ‘PFI’ লিখে দেওয়া হয় এবং তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
পরে ওই সেনা জওয়ান রাতেই স্থানীয় কমান্ডিং অফিসারকে জানান এবং রাতেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। কমিউনিস্ট শাসনে ইসলামিক মৌলবাদীদের দাপাদাপির কথা উল্লেখ করে কেরালার বাম সরকারের নিন্দায় সরব হয়েছেন অনেকে। নেটিজেনরা বলছেন যে বাম শাসনে সেনা জওয়ানরাও নিরাপদ নন। কেরালার মাটিতে ইসলামিক জঙ্গিগোষ্ঠী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া(PFI)-এর অস্তিত্বের কথাও বলছেন অনেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাম শাসিত কেরালায় ইসলামিক জঙ্গিগোষ্ঠী PFI-এর দাপট নতুন নয়। বাম সরকারের মদতেই জঙ্গি গোষ্ঠীটির উত্থান। কিন্তু কেন্দ্র গোষ্ঠীটিকে নিষিদ্ধ করার পরও যে তাঁরা কেরালার মাটিতে দাপিয়ে বেড়াচ্ছে, এই ঘটনাই তার প্রমাণ।