ফের হিন্দু সম্প্রদায়ের আরাধ্যা দেবীর মূর্তি ভাঙার ঘটনা ঘটলো বাংলাদেশে। এবারে মা সরস্বতীর প্রতিমাকে টার্গেট করলো ইসলামিক মৌলবাদীরা। তবে পুলিশ মূর্তি ভাঙার দায়ে ৬ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে
খবর অনুযায়ী, গত ২৬শে জানুয়ারি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামের একটি পূজা মণ্ডপে হামলা চালায় একদল ইসলামিক মৌলবাদী। রাত্রি সাড়ে নয়টা নাগাদ যখন পূজা মণ্ডপে আরতি চলছিল, সেই সময়ে পূজা মণ্ডপে হামলা চালায় একদল ইসলামিক মৌলবাদী। তাঁরা মা সরস্বতীর প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।
পরে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হামলায় যুক্ত ইসলামিক মৌলবাদীদের চিহ্নিত করে পুলিশ। ঘটনায় জড়িত মোট ৬ জন মুসলিমকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো নিষাদ মিঞা, ফারুক মিঞা, মুন্না খান, অপু মিঞা, সাকিবুল মিঞা এবং অনোন মিঞা। ধৃতরা সকলেই পাশের গ্রাম হাটনাইয়ার বাসিন্দা। ধৃতদের মধ্যে কয়েকজন নাবালকও রয়েছে।
রুবেল সরকার, যিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন, বলেন,“ওই যুবকরা আরতির সময় পূজা মণ্ডপে এসে ছবি তুলতে শুরু করে। সেই সময় উপস্থিত কয়েকজন বাধা দিলে বচসা বাঁধে। সেই সময় তাঁরা সরস্বতীর প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়।”
ঘটনার বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জী বলেন, “আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে।”
Image Credits: Dainik Janakantha