সম্ভল হিংসা: ৪ জনের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি, জানাল পুলিশ



Updated: 25 November, 2024 9:19 am IST

Hindu Voice Desk: আদালতের নির্দেশে যাওয়া সমীক্ষক দলের উপরে ইসলামিক জনতার হামলার পরই থমথমে হয়ে রয়েছে সম্ভল। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি বন্ধ রয়েছে স্কুল ও কলেজ। এলাকায় চলছে পুলিশের টহলদারি। অন্য এলাকা থেকে সম্ভলে যাওয়ার উপরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

পুলিশ জানিয়েছে যে হিংসায় ৪ জন দাঙ্গাবাজের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২০ জন পুলিশকর্মী। মোরাদাবাদের পুলিশ কমিশনার অঞ্জনেয় সিং জানিয়েছেন যে দাঙ্গাবাজদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি। বরং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে গুলি লেগে মৃত্যু হয়েছে তাদের।

উল্লেখ্য, জামা মসজিদে সমীক্ষা চালাতে যাওয়া দলের উপরে হামলা চালায় মসজিদের বাইরে জড়ো হওয়া ইসলামিক জনতা। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই হাজারের বেশি লোক জড়ো হয়েছিল। সমীক্ষক দল মসজিদের কাছে যেতেই ব্যাপক পাথর ছুঁড়তে শুরু করে ইসলামিক জনতা। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। বাড়ির মহিলারাও ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে।

পুলিশ কমিশনার জানান যে জনতাকে ছত্রভঙ্গ করার প্রস্তুতি নিয়ে গিয়েছিলেন তাঁরা। জনতা অত্যধিক পাথর ছুঁড়তে শুরু করলে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়, লাঠিচার্জ করা হয়। পরে জনতা হিংস্র হয়ে উঠলে রাবার বুলেট ছোঁড়া হয়। কিন্তু গুলি চালানো হয়নি। পরিবারের লোকজন যে অভিযোগ করছেন, তা মিথ্যা।

পুলিশ কমিশনার আরও জানান যে দাঙ্গাবাজরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। বিভিন্ন গলি মহল্লা থেকে গুলি চলছিল। নিজেদের ছোঁড়া গুলি লেগে মৃত্যু হয়েছে তাদের।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ২৪শে নভেম্বর সম্ভলে ৪ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন বিলাল(২৩), রোমান(৫০), নাঈম(৩০) ও কাইফ(১৮)।

If you love our world, you can help us by contributing a small amount.

UPI: hinduvoice@upi