গোরখনাথ মন্দিরে হামলা চালানো আইআইটির স্নাতক আহমেদ মুর্তজা আব্বাসীকে মৃত্যুদণ্ড দিলো এনআইএ(NIA)-এর বিশেষ আদালত। লাগাতার ৬০ দিনের ম্যারাথন শুনানির পর আহমেদকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ইংরেজি ২০২২ সালের এপ্রিল মাসে ধারালো ছুরি নিয়ে উত্তর প্রদেশের গোরখনাথ মন্দিরে হামলা চালায় মুম্বইয়ের বাসিন্দা আহমেদ। সেই সময় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাকে ধরার …
Continue reading "গোরখনাথ মন্দিরে হামলা চালানো আইআইটির স্নাতক আহমেদ মুর্তজাকে মৃত্যুদণ্ড দিলো আদালত"