গোরখনাথ মন্দিরে হামলা চালানো আইআইটির স্নাতক আহমেদ মুর্তজাকে মৃত্যুদণ্ড দিলো আদালত



Updated: 30 January, 2023 3:40 pm IST

গোরখনাথ মন্দিরে হামলা চালানো আইআইটির স্নাতক আহমেদ মুর্তজা আব্বাসীকে মৃত্যুদণ্ড দিলো এনআইএ(NIA)-এর বিশেষ আদালত। লাগাতার ৬০ দিনের ম্যারাথন শুনানির পর আহমেদকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আদালত।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ইংরেজি ২০২২ সালের এপ্রিল মাসে ধারালো ছুরি নিয়ে উত্তর প্রদেশের গোরখনাথ মন্দিরে হামলা চালায় মুম্বইয়ের বাসিন্দা আহমেদ। সেই সময় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা তাকে ধরার চেষ্টা করলে তাদেরকে ধারালো ছুরি দিয়ে কোপায় আহমেদ। পরে।তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সেই সময় পুলিশের জিজ্ঞাসাবাদে আহমেদ জানায় যে সে আইআইটি বোম্বের স্নাতক এবং বেশ কিছুদিন একটি কোম্পানিতে কাজ করেছে। পরে তাঁর পকেটে পাওয়া আধার কার্ডের মাধ্যমে আহমেদের ঠিকানা খুঁজে পায় পুলিশ।

কিন্তু তদন্তের প্রথমে আহমেদের পরিবার তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আহমেদের পিতা জানান যে তাঁর পুত্র মানসিকভাবে অসুস্থ এবং তাঁর চিকিৎসা চলছে। সে অসুস্থ অবস্থায় এমন কান্ড ঘটিয়েছে। কিন্তু আহমেদের ল্যাপটপ পরীক্ষা করে চমকে ওঠেন তদন্তকারীরা। তাঁর ল্যাপটপে জিহাদি মতাদর্শ সম্বলিত লেখা, জিহাদি ট্রেনিং-এর ভিডিও ইত্যাদি পাওয়া যায়। তারপরই ঘটনার তদন্তভার হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা(NIA)।

পরে আহমেদ মুর্তজা আব্বাসীকে দোষী সাব্যস্ত করে NIA-এর বিশেষ আদালত। গত ৬০ দিনের লাগাতার শুনানির পর আজ NIA-এর বিশেষ আদালত আহমেদকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত।