বিগত দুই দিন ধরে দেশের একাধিক মিডিয়ায় একটি খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে দাবি করা হয়েছে যে শ্রী রাম মন্দিরের মূর্তি তৈরি করেছেন দুইজন মুসলিম শিল্পী। সেই খবর ঘিরে সেক্যুলার এবং লিবারেল লবি রীতিমত উচ্ছসিত ছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির ধুয়া তুলে জোরদার প্রচার চালানো হয়েছিল। কিন্তু পুরো খবরটি ইচ্ছাকৃতভাবে ভিন্ন দিক থেকে তুলে ধরা হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত দাবি সম্বলিত।
খবরে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা মহম্মদ জামালউদ্দিন ও তাঁর পুত্র শ্রী রাম মন্দিরের জন্য মূর্তি তৈরি করছেন। এই খবর প্রথমে প্রকাশিত করে News24 নামে একটি পোর্টাল। সেই খবরকে ভিত্তি করে দেশের একাধিক মিডিয়া হাউস খবর প্রকাশিত করে।
কিন্তু টুইটারে খবর প্রকাশের পরই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ে সংস্থাটি তাদের টুইট এবং খবর ডিলিট করে। এমনকি শ্রী রাম মন্দিরের নির্মাণের সঙ্গে যুক্ত লোকজন জানায় যে শ্রী রাম মন্দিরের জন্য যে মূর্তি তৈরি হচ্ছে, তাঁর সঙ্গে জামালউদ্দিন ও তাঁর পুত্র যুক্ত নন। বরং দুজনে সাজানোর জন্য ফাইবারের মূর্তি তৈরি করছেন।
আসলে শ্রী রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের দিন মন্দির কমপ্লেক্সের আশেপাশে সাজানোর জন্য বেশ কিছু মূর্তির অর্ডার দেওয়া হয়েছিল জামালউদ্দিনকে। সেই মূর্তি তৈরি করছেন তাঁরা। সেই মূর্তিগুলি উদ্বোধনী অনুষ্ঠানের দিন মন্দির কমপ্লেক্সের শোভাবর্ধন করবে। কিন্তু সেই খবরকে ঘুরিয়ে প্রকাশ করলো একাধিক মিডিয়া হাউস, শুধুমাত্র নিজেদের এজেন্ডা চরিতার্থ করতে।