মন্দিরের অর্থে চলা স্কুল-কলেজে শুধুমাত্র হিন্দুরাই চাকরি করতে পারবে, রায় মাদ্রাজ হাইকোর্টের



Updated: 27 November, 2024 9:08 am IST

Hindu Voice Desk: হিন্দু মন্দিরের অর্থে পরিচালিত স্কুল কলেজে শুধুমাত্র হিন্দুরাই চাকরি করতে পারবেন, অন্য ধর্মের কেউ নয়। এক মামলার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিলো মাদ্রাজ হাইকোর্ট। রায় দিতে গিয়ে বিচারপতি মন্তব্য করেন যে HR & CE আইন অনুযায়ী, শুধুমাত্র হিন্দুরাই কাজে যোগ দিতে পারেন।

সোহেল নামে এক মুসলিম যুবক চেন্নাইয়ের কপিলেশ্বর আর্টস অ্যান্ড সায়েন্স কলেজের অফিস সহায়ক পদে চাকরির জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর আবেদন বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সোহেল

সেই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিবেক কুমার সিং জানান যে কলেজটি মন্দিরের অর্থ দ্বারা পরিচালিত হয়। Hindu Religious and Charitable Endowments Act(HR & CE) অনুযায়ী মন্দির পরিচালিত প্রতিষ্ঠানে কাজ করতে হলে হিন্দু হওয়া বাধ্যতামূলক। যদি কেউ হিন্দু ধর্ম ত্যাগ করে, তবে তাকে চাকরি থেকে পদত্যাগ করতে হবে। তাছাড়া, সরকারি অর্থে চলে না ঐসব প্রতিষ্ঠান। ফলে নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম অচল।

মামলাটি খারিজ করে বিচারপতি সিং জানান যে আদালত কোনও অহিন্দু ব্যক্তিকে নিয়োগের নির্দেশ দিতে পারে না। কারণ আইন অনুযায়ী, অহিন্দু ব্যক্তি চাকরিতে নিয়োগ পেতে পারেন না।

প্রসঙ্গত, কলেজটি বিখ্যাত কপিলেশ্বর মন্দিরের অর্থ দ্বারা পরিচালিত হয়। সরকারের HR & CE দপ্তর কলেজের প্রশাসনিক কাজকর্ম দেখভাল করে থাকে। কিন্তু সেই কলেজে চাকরির জন্য আবেদন করেছিলেন ওই মুসলিম যুবক। সেই আবেদন খারিজ করে মাদ্রাজ হাইকোর্ট।