ঝাড়খণ্ড: বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশে কোণঠাসা জনজাতিরা, ক্ষমতায় এলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি বিজেপির



Updated: 15 November, 2024 8:59 am IST

Hindu Voice Desk: ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রচারে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশ। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের ফলে রাজ্যে কোণঠাসা হয়ে পড়েছে জনজাতিরা, অভিযোগ করেছে বিজেপি। ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।

গত ১৩ই নভেম্বর, এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে রাজ্যের জনজাতিদের করুণ অবস্থার জন্য হেমন্ত সোরেনের সরকারকে দায়ী করেন। পাশাপাশি তিনি কংগ্রেসকেও একহাত নেন। প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে ও ভোট ব্যাংক বাড়াতে অনুপ্রবেশকারীদের সহায়তা করেছে কংগ্রেস।

উল্লেখ্য, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে বিজেপির জারি করা সংকল্প পত্রেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। জনজাতি সম্প্রদায়ের লোকেদের দখল হওয়া জমি ফেরত দিতে আইন প্রণয়ন, খাদান-খনির কারণে বাসস্থান হারানো মানুষদের পুনর্বাসন দেওয়া ও হিন্দুদের উপরে হওয়া অত্যাচারের বিচার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির সংকল্প পত্রে।

তবে বিজেপির অভিযোগ যে মোটেও অমূলক নয়, তার আভাস উঠে এসেছে একাধিক রিপোর্টে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ঝাড়খণ্ডের জেলাগুলিতে ব্যাপকহারে বেড়েছে মুসলিম জনসংখ্যা। পাকুড় ও সাঁওতাল পরগনায় জনজাতি ও হিন্দুরা কোণঠাসা হয়ে পড়েছে। আদিবাসী তরুণীদের বিয়ে করে জমি দখল করে গড়ে উঠছে বস্তি। বহু অঞ্চলে জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে। গড়ে উঠছে মসজিদ ও মাদ্রাসা। জনজাতি সম্প্রদায়ের লোকেদের ধর্মান্তরিত করা হচ্ছে। আর এসবের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ভোটের ময়দানে নেমেছে বিজেপি।