বিহার: মুসলিম তরুণীর প্রেমের ফাঁদে পড়ে ‘মাওলানা’ হয়ে গেলেন হিন্দু যুবক



Updated: 10 August, 2023 9:35 am IST

লাভ জিহাদের একটি নতুন ঘটনা সামনে এসেছে। মুসলিম তরুণীর প্রেমের ফাঁদে পড়ে প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ এবং পরে মাওলানা হয়ে গেলেন হিন্দু যুবক। ঘটনা বিহারের সিওয়ানের।

জানা গিয়েছে, ওই হিন্দু যুবকের নাম শ্রবণ কুমার। সে ও তাঁর পরিবার আদতে গোপালগঞ্জের বাসিন্দা হলেও সিওয়ানে থাকতেন। তিন ভাইয়ের মধ্যে শ্রবণ কুমার বড়ো। সে স্থানীয় একটি দোকানে কাজ করতেন।

শ্রবণের মায়ের অভিযোগ, প্রায় মাস ছয়েক আগে শ্রবণ বাড়ি থেকে পালিয়ে যায়। শ্রবণ স্থানীয় এক মুসলিম যুবতী রোজী খাতুনের সঙ্গে বাড়ি ছেড়েছিল। তারপর থেকে আর বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেনি শ্রবণ। কিছুদিন আগে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় শ্রবণের মাওলানার পোশাক পরা ছবি পোস্ট করেন রোজী খাতুন। সেই ছবি দেখেই আঁতকে ওঠেন শ্রবণের পরিবারের লোক।

এই ভিডিওটি দেখুন:

https://fb.watch/mkpHvBJvOZ/?mibextid=NnVzG8

শ্রবণের মা থানায় অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ করেন যে তাঁর পুত্রকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। সেই অভিযোগ স্থানীয় মিডিয়ায় প্রকাশ হওয়ার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে পুরো সিওয়ান জেলায়।

মিডিয়ার সামনে এসে ইসলামে ধর্মান্তরিত হওয়া শ্রবণ কুমার জানান যে সে স্বেচ্ছায় ইসলামে ধর্মান্তরিত হয়েছে, তাকে কেউ জোর করেনি। সে বর্তমানে মারুয়া এলাকার একটি মাদ্রাসায় থাকে। মিডিয়ার সামনে মুখ খোলেন শ্রবণের মুসলিম প্রেমিকা রোজী খাতুন। রোজী বলেন যে শ্রবণ তো আর বাচ্চা ছেলে নয়, যে তাকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে জানান রোজী।

এদিকে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান সিওয়ানের এসডিপিও ফিরোজ আলম। তদন্ত শেষ হলেই পুরো ঘটনা পরিষ্কার হবে বলে জানান তিনি।

এদিকে ছেলেকে ফিরে পেতে কেঁদে আকুল শ্রবণের মা। তিনি পুলিশ ও প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন যে তাঁর ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। তাই তাঁর ছেলেকে ফিরিয়ে দেওয়া হোক।