গোয়ালপাড়ার বিখ্যাত বুদুচর সত্র(Satra) থেকে মূর্তি চুরি হওয়ার ঘটনা ঘিরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। কারণ ঘটনায় ৪ জন চোরকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া মূর্তি উদ্ধার করতে পারেনি পুলিশ। মূর্তি উদ্ধারে গত পাঁচ দিন ধরে ব্রহ্মপুত্র নদে খোঁজ চললেও এখনও পর্যন্ত মূর্তি দুটির হদিস মেলেনি।
জানা গিয়েছে, গত ২১শে সেপ্টেম্বর রাতে গোয়ালপাড়ার বুদুচর সত্রে হানা দে চোরেরা। তাঁরা সত্রের ভিতরে থাকা রাধা ও কৃষ্ণের মূর্তি দুটি চুরি করে নিয়ে যায়। এছাড়াও। সত্রের ভিতরে থাকা অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য শুরু হয় পুরো জেলাজুড়ে। বিষয়টি স্পশর্কাতর হওয়ায় ঘটনার তদন্তে নাম পুলিশ। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হাসানুর ও রফিককে গ্রেপ্তার করে। তাদের জেরা করে মহিনুর এবং অনুজ শীলের খবর পায় পুলিশ। পরে তাদেরকেও গ্রেপ্তার করে পুলিশ।
তাদের জেরা করে পুলিশ জানতে পারে যে তাঁরা মূর্তি দুটি বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে চুরি করেছিল। কিন্তু, পুলিশ গ্রেপ্তার করতে পারে, এই ভয়ে মূর্তি দুটিকে ব্রহ্মপুত্র নদে ডুবিয়ে দিয়েছে। তারপরই এসডিআরএফ টিমকে খবর দেয় পুলিশ। মূর্তি দুটির খোঁজে আজও ব্রহ্মপুত্র নদে জারি রয়েছে অভিযান। কিন্তু পাঁচ দিন ধরে খোঁজ চালিয়েও মূর্তির কোনও হদিস মেলেনি।
এদিকে ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকের অভিযোগ, পুলিশ চোরকে গ্রেপ্তার করতে পারলেও মূর্তি উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এখন আবার মূর্তি উদ্ধার করার নাটক করছে।
প্রসঙ্গত, বুদুচর সত্র গোয়ালপাড়া জেলার একটি ঐতিহ্যবাহী সত্র। সত্রটি ১৮৬২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হয় নাম ঘরও।