Theft in Satra

আসাম: গোয়ালপাড়ার সত্র থেকে চুরি ২৫০ বছরের প্রাচীন রাধা-কৃষ্ণ মূর্তি; গ্রেপ্তার রফিক, হাসানুর, মহিনুর ও অনুজ

গোয়ালপাড়ার বিখ্যাত বুদুচর সত্র(Satra) থেকে মূর্তি চুরি হওয়ার ঘটনা ঘিরে এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। কারণ ঘটনায় ৪ জন চোরকে পুলিশ গ্রেপ্তার করলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া মূর্তি উদ্ধার করতে পারেনি পুলিশ। মূর্তি উদ্ধারে গত পাঁচ দিন ধরে ব্রহ্মপুত্র নদে খোঁজ চললেও এখনও পর্যন্ত মূর্তি দুটির হদিস মেলেনি। জানা গিয়েছে, গত ২১শে সেপ্টেম্বর রাতে গোয়ালপাড়ার …