ইসলামিক স্টেট অফ খোরাসানের জিহাদী ইউনিটের সক্রিয় সদস্য, গ্রেপ্তার রাজ্যের ৩ যুবক



Updated: 05 August, 2023 4:42 am IST

ইসলামিক স্টেট অফ খোরাসানের জিহাদী ইউনিটে যুক্ত থাকার অভিযোগে রাজ্যের তিন মুসলিম যুবককে গ্রেপ্তার করলো গুজরাট এটিএস(Gujarat ATS)। ধৃত তিন জন পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও কর্মসূত্রে দীর্ঘদিন ধরে গুজরাটে থাকতেন। গত সোমবার তাদের রাজকোট থেকে গ্রেপ্তার করে এটিএস।

এটিএস জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ইসলামিক স্টেটের জিহাদী নথিপত্র, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ভিডিও, একটি সেমি অটোমেটিক পিস্তল এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলো আমান মালিক, আবদুল শুকুর এবং শফী নওয়াজ।

জানা গিয়েছে, ধৃতদের মধ্যে আমান মালিক হুগলি জেলার তারকেশ্বরের গয়েশপুরের বাসিন্দা। পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের গোলেরহাটের বাসিন্দা আবদুল শুকুর এবং শফী নওয়াজ। ধৃতরা বড়সড় নাশকতার ছক কষছিল এবং সেই উদ্দেশ্যে অস্ত্র এবং বিস্ফোরক জোগাড় করছিল, দাবি গুজরাট এটিএসের।

আরও জানা গিয়েছে যে, ধৃত তিনজন মূলত সোনার কারিগর হিসেবে কাজ করতে গুজরাটে গিয়েছিল। সেখানেই কাজ করতে করতে বছর খানেক আগে অনলাইনের মাধ্যমে এক বাংলাদেশি জিহাদির সঙ্গে আলাপ হয় আমানের। সে ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত হয়। মূলত টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ রাখতো সে। পরে আমানের হাত ধরে পূর্ব বর্ধমানের দুই যুবকও ইসলামিক স্টেটের খোরাসান ইউনিটে যোগ দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছরের মে মাসে গুজরাটে সক্রিয় ইসলামিক স্টেট অফ খোরাসানের জিহাদী ইউনিটের খোঁজ পায় এটিএস। সেই ইউনিটের সঙ্গে যুক্ত কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের জেরা করে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দার খোঁজ পান গোয়েন্দারা।