কোচবিহার: বিএসএফের গুলিতে মরলেন বাংলাদেশি গরু পাচারকারী নুরুল ইসলাম



Updated: 27 June, 2024 2:47 pm IST
Image: BSF jawans(Representative)
Image: BSF jawans(Representative)

সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বিএসএফ(BSF) জওয়ানদের কড়া পাহারা সত্বেও বাংলাদেশি পাচারকারীদের দাপাদাপি কোনোভাবেই কমছে না। এবারে তেমনই পাচারকারীদের দাপাদাপি দেখা গেলো কোচবিহার জেলার সিতাই থানার অন্তর্গত চামটা সীমান্ত এলাকায়। তবে বিএসএফ জওয়ানদের গুলিতে এক পাচারকারীর মৃত্যু হয়েছে বলে খবর।

জানা গিয়েছে, গতকাল, ২৬শে জুন, বুধবার ভোর রাতে সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা লক্ষ্য করেন যে একদল বাংলাদেশি দুষ্কৃতী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে ভারতের ভিতরে ঢোকার চেষ্টা করছে। বিএসএফ জওয়ানরা সতর্ক করলেও দুষ্কৃতীরা তাতে পাত্তা দেয়নি। ইতিমধ্যে কাঁটাতারের বেড়া কেটে ভারতে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। তখন বাধ্য হয়ে দুষ্কৃতীদের লক্ষ্য করে গুলি চালান বিএসএফ জওয়ানরা।

তবে কিছুক্ষণ পরে কাঁটাতারের কাছে গিয়ে বিএসএফ জওয়ানরা কোনও আহত কিংবা নিহত ব্যক্তির সন্ধান পাননি।

কিন্তু বাংলাদেশের প্রথম শ্রেণীর একাধিক মিডিয়া হাউসের প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভারতের কোচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতের নাম নুরুল ইসলাম(৬০)। তিনি বাংলাদেশের লালমনিরহাট জেলার অন্তর্গত কালীগঞ্জ এলাকার বাসিন্দা। এলাকায় তিনি গরু ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

খবরে আরও বলা হয়েছে যে বিএসএফ জওয়ানরা গুলি চালায়। গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন নুরুল ইসলাম। তখন সঙ্গীরা তাকে নিয়ে বাংলাদেশে পালিয়ে যান।