মালদহ: গাজোলের বাবা বিশ্বকর্মা পূজা মণ্ডপে দুষ্কৃতী হামলা, মূর্তি ভাঙচুর



Updated: 19 September, 2024 4:12 am IST

বাংলাদেশের ছায়া এবার পশ্চিমবঙ্গে। এতদিন বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা ও মূর্তি ভাঙচুরের ঘটনার খবর শোনা গেলেও তেমনি ঘটনা ঘটলো এই রাজ্যে। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিশ্বকর্মা পূজা মন্ডপে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করা হলো মালদহ জেলার গাজোলে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বকর্মা পূজা উপলক্ষে গাজোলের একটি পূজা মন্ডপে পূজার আয়োজন আয়োজন করা হয়েছিল। গত ১৭ই সেপ্টেম্বর রাতে ওই পূজার পূজার পরে মন্ডপটিতে কেউ ছিলেন না। পরের দিন সকালে অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর সকালে স্থানীয়রা দেখেন যে বাবা বিশ্বকর্মার মূর্তি ভাঙ্গা। মূর্তির মাথা ভেঙে খেলা হয়েছে এবং তা নিচে পড়ে রয়েছে। এমনকি বাবা বিশ্বকর্মার মূর্তির হাত দুটিও ভাঙ্গা। 

এই ঘটনা স্থানীয়দের মারফত ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিশাল সংখ্যক স্থানীয় মানুষ মণ্ডপের সামনে ভিড় করেন। তাঁরা মূর্তি ভাঙার ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। স্থানীয়দের দাবি, এমন ঘটনা গাজোলের মাটিতে এই প্রথম। কিছু দুষ্কৃতি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এমন ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

প্রসঙ্গত উল্লেখ্য, এ বছর পশ্চিমবঙ্গের একাধিক স্থানে হিন্দু মন্দিরে হামলা ও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে সেপ্টেম্বর মাসেই উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালি ব্লকের ন্যাজাট থানার অন্তর্গত মাঝের সরবেড়িয়া গ্রামে দূর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটে। মন্দিরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে তৈরি করা দুর্গা মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ঝরিয়া গ্রামে একটি দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটে। সেখানেও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙচুর করে। ওই মন্দিরে দুর্গা প্রতিমা এবং অন্যান্য প্রতিমার গোপনাঙ্গ ভাঙচুর করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।