উত্তর প্রদেশ: সোশ্যাল মিডিয়ায় ইসলামিক স্টেটের মতাদর্শ প্রচার, গ্রেপ্তার মহম্মদ তারিক



Updated: 09 July, 2023 12:52 pm IST

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের মতাদর্শ প্রচার করার অভিযোগে মহম্মদ তারিক নামে এক যুবককে গ্রেপ্তার করলো উত্তর প্রদেশের এটিএস(UP ATS)। গত ৬ই জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।

খবর অনুযায়ী, কয়েক মাস আগে গুজরাট এটিএস(Gujrat ATS) তথ্য পাঠায় যে মহম্মদ তারিক নামে উত্তর প্রদেশের এক বাসিন্দা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেট(ISIS)-এর হয়ে প্রচার চালাচ্ছে। সেই তথ্য পাওয়ার পরই মহম্মদ তারিখের উপরে নজর রাখতে শুরু করেন ইউপি এটিএস-এর গোয়েন্দারা।

নজরদারিতে দেখা যায় যে মহম্মদ তারিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। মুসলিম যুবকদের জিহাদে যোগ দিতে উদ্বুদ্ধ করছে। সেই তথ্য পাওয়ার পরই মহম্মদ তারিককে জেরা করার জন্য নোটিশ পাঠায় UP ATS। গত ৬ই জুলাই, লখনৌ অফিসে দীর্ঘক্ষণ জেরা করা হয় তারিককে। জেরায় তারিক সোশ্যাল মিডিয়ায় জিহাদী মতাদর্শ প্রচার করার কথা স্বীকার করে নেয়। তারপরই তাকে গ্রেপ্তার করে ATS।

প্রসঙ্গত, মহম্মদ তারিক গোরখপুরের বাসিন্দা। তাঁর পিতা শাকিল আনসার পেশায় স্কুল শিক্ষক। অনলাইনের মাধ্যমে জিহাদী গোষ্ঠীর জন্য যুবকদের জোগাড় করছিল সে। এলাকায় ধার্মিক হিসেবে পরিচিত ছিল সে।

(Image Credits: Dainik Jagran )