Hindu Voice Desk: আদালতের নির্দেশে হওয়া সমীক্ষায় আপত্তি মুসলিম জনতার। আর তা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর প্রদেশের সম্ভল(Sambhal)। পুলিশকে লক্ষ্য করে সকাল থেকেই শুরু হয় ব্যাপক পাথরবৃষ্টি। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, হিন্দু পক্ষ দাবি করেছিল যে মন্দিরকে রূপান্তরিত করে শাহী জামা মসজিদের নির্মাণ করা হয়েছিল। মন্দিরের পুনরুদ্ধারের দাবি নিয়ে মামলা হয় আদালতে। হিন্দু পক্ষ যথেষ্ট প্রমাণ ও নথিপত্র জমা দেয় আদালতে। তারপরই মসজিদে সমীক্ষা চালানোর নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশে সম্মতি জানায় মসজিদ কমিটিও।
কিন্তু আজ ২৪শে নভেম্বর, রবিবার সকালে আদালতের নির্দেশে গঠিত সমীক্ষক দলটি মসজিদের কাছাকাছি যেতেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মুসলিমদের একাংশ। তাঁরা পুলিশ ও সমীক্ষক দলের দিকে লক্ষ্য করে ব্যাপক পাথর ছুঁড়তে শুরু করে। পাথরের আঘাতে কয়েক জন পুলিশকর্মী আহত হন। পাথর বৃষ্টির কারণে পিছু হঠে পুলিশ।
এমনকি বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরে আশেপাশের থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় এলাকায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমীক্ষক দল পৌঁছেছে মসজিদে। চলছে সমীক্ষা।