উত্তর প্রদেশের কাসগঞ্জে আইনজীবী মোহিনী তোমারের অপহরণ ও খুনের ঘটনার তদন্তে নেমে মোট ৬ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এক অপরাধীর জামিনের বিরোধিতা করার কারণেই আইনজীবী মোহিনীকে অপহরণ করে খুনের পরিকল্পনা করে ধৃতরা। ধৃতদের মধ্যে একই আদালতের একাধিক মুসলিম আইনজীবীও রয়েছেন। মোহিনী তোমারের দেহ উদ্ধার গত ৩রা সেপ্টেম্বর তারিখে কাসগঞ্জ জেলা আদালতের সামনে থেকে নিখোঁজ হন …