✍️ শ্রী কুশল বরণ চক্রবর্তী দেবী লক্ষ্মী বৈদিকাল থেকে পূজিত হলেও বাঙালির ঘরে আজ দেবী লক্ষ্মী ঘরের মেয়েতে রূপান্তরিত হয়ে গেছে। তাই পৃথিবীতে দেবী লক্ষ্মীর প্রতিমা চতুর্ভুজা হলেও বঙ্গে দেবীর প্রতিমা দ্বিভুজা। প্রায় প্রত্যেকটি বাঙালি হিন্দুর ধরে লক্ষ্মীদেবীর আসন রয়েছে। সেই আসনে নিত্য পাঠ হয় লক্ষ্মীর পাঁচালী। তবে প্রতিদিন যদি পড়তে সময় না পায়, তবে …