Hindu Voice Desk: পুত্র পাশের গ্রামের এক মুসলিম তরুণীকে ভালোবেসে বিয়ে করেছেন। নিরাপত্তার অভাব বোধ করায় এলাকা ছেড়ে পালিয়েছেন তাঁরা। আর তাতেই ক্ষিপ্ত ওই মুসলিম তরুণীর পরিবার। সেই রাগেই ওই হিন্দু যুবকের মায়ের উপরে নেমে এলো নির্যাতন। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি বেধড়ক মারধর করার পর নগ্ন করে রাস্তায় টানতে টানতে নিয়ে যাওয়া হয়। গত …