ভারতে রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের স্রোত অব্যাহত। এবার সমুদ্রপথে নৌকায় করে আন্দামানে পৌঁছে গেলো ৬৯ জন রোহিঙ্গা(Rohingya muslim intruders)। সেনাবাহিনী এবং পুলিশ ধরতেই রোহিঙ্গাদের দাবি, তাঁরা আন্দামানে যেতে চাননি। জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে আন্দামানে আসতে বাধ্য হয়েছেন।
গতকাল ১৩ই ফেব্রয়ারি, সকাল সাড়ে দশটা নাগাদ কার নিকোবর দ্বীপের মালাক্কা জেটিতে ‘মা বাবার দোয়া’ নামে একটি বাংলাদেশি নৌকা এসে পৌঁছায়। সেই নৌকায় থাকা সমস্ত লোকজনকে আটক করে কোস্ট গার্ড। তাদেরকে আটক করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।
জেরায় ধৃতরা জানায় যে দুই সপ্তাহ আগে তাঁরা বাংলাদেশের শরণার্থী শিবির ছেড়ে নৌকায় করে সমুদ্রে পাড়ি দেয়। কিন্তু খারাপ আবহাওয়া এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে আন্দামানে আসতে বাধ্য হয়। তবে তাঁরা ঠিক কোথায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন, ত অবশ্য জানা যায়নি।
খবর অনুযায়ী, ধৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, ২২ জন মহিলা এবং ২৮ জন শিশু রয়েছে। পরে কোস্ট গার্ডের তরফে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হয় এবং প্রয়োজনীয় খাদ্য ও পানীয় দেওয়া হয়। পাশাপাশি দ্বীপের মধ্যে থাকা জেটিতে নজরদারি বাড়িয়েছে কোস্ট গার্ড এবং সাধারণ মানুষের জন্য জেটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, অতীতে সমুদ্রপথে মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়া পাড়ি দিতে রোহিঙ্গারা একাধিকবার চেষ্টা করেছে। কিন্তু ভারতের জলসীমার মধ্যে দিয়ে আন্দামানে অনুপ্রবেশের ঘটনা এই প্রথম। আর তা চিন্তা বাড়িয়েছে কোস্ট গার্ডের। ফলে এই রোহিঙ্গাদের নিয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যে রোহিঙ্গা আটকের খবর সরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। বিশেষ করে কার নিকোবর দ্বীপে ভারতীয় বায়ুসেনার একটি ক্যাম্প থাকায় চিন্তা আরও বেড়েছে।
Image: Representative