দলে দলে ঢুকছে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা, গত ২ মাসে গ্রেপ্তার ১৪৪৭ জন



Updated: 16 November, 2024 5:59 am IST

Hindu Voice Desk: রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ত্রিপুরা ও আসামে ঢুকছে দলে দলে বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা। গত দুই মাসে ত্রিপুরায় গ্রেপ্তার হয়েছে ১৪৪৭ জন মুসলিম অনুপ্রবেশকারী, যাদের মধ্যে ১৩৪৬ জন বাংলাদেশি মুসলিম এবং ১০১ জন রোহিঙ্গা মুসলিম।

খবর অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ওই বিপুল সংখ্যক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের। বিএসএফ, ত্রিপুরা পুলিশ, RPF ও GRP বিভিন্ন সময়ে অভিযানে এই অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করেছে।

ত্রিপুরা পুলিশের AIG অনন্ত দাসের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছরের আগস্ট মাসে ত্রিপুরার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ও রেল স্টেশন থেকে ৬২০ জন বাংলাদেশি মুসলিম ও ৪৪ জন রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আগস্ট মাসের মতো এই বছরের সেপ্টেম্বর মাসেও বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেপ্টেম্বর মাসে রাজ্য পুলিশ, বিএসএফ ও রেল পুলিশ বিভিন্ন অভিযানে ৭২৬ বাংলাদেশি ও ৫৭ রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াকিবহাল মহলের কথায়, বাংলাদেশ থেকে এজেন্ট মারফত ভারতে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। তারপর তাদের সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার চেষ্টায় ত্রিপুরার আগরতলা ও আসামের বেশ কয়েকটি রেল স্টেশনকে ব্যবহার করে অনুপ্রবেশকারীরা। তাছাড়া, ত্রিপুরার সীমান্তের বেশ কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকায় অনুপ্রবেশকারীরা সহজেই ঢুকে পড়ছে ভারতে।

সীমান্তের কিছু অংশে কাঁটাতারের বেড়া না থাকার বিষয়ে বিএসএফের তরফে জানানো হয়েছে যে ত্রিপুরা সীমান্তের ৯৫ শতাংশ অংশে কাঁটাতারের বেড়ার কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ২৭.৫ কিমি সীমান্তে বেড়ার কাজ চলছে। খুব শীঘ্রই শেষ হবে বলে জানানো হয়েছে বিএসএফের তরফে।