মুর্শিদাবাদ: ক্ষমা চাইলেন শিক্ষক এহেশান আলী, তিরস্কার করেছিলেন হিন্দু ছাত্রকে



Updated: 29 September, 2024 4:03 am IST

মুর্শিদাবাদের শক্তিপুরের রামনগর হাই স্কুলের শিক্ষক ক্ষমা চাইলেন। নিজের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন এহেশান আলী। প্রধান শিক্ষকের উপস্থিতিতে এক আলোচনা সভায় ক্ষমা চেয়েছেন ওই শিক্ষক, এমনটাই খবর।

স্কুলের প্রধান শিক্ষক হিন্দু ভয়েসকে জানিয়েছেন যে একজন দশম শ্রেনীর ছাত্রকে নিয়ে সমস্যা হয়েছিল। ওই ছাত্রকে বকাঝকা করেন শিক্ষক এহেশান আলী। ওই শিক্ষক নিজের অনিচ্ছাকৃত আচরণের জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। বর্তমানে সব সমস্যা মিটে গিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধান শিক্ষক আরও জানান যে স্কুলে কিছু নিয়ম কানুন রয়েছে। সব ছাত্র ছাত্রীর জন্যই তা প্রযোজ্য। কোনভাবেই কোন ছাত্র কিংবা ছাত্রীর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রশ্নই ওঠে না। ওই শিক্ষক যা করেছেন, তা কোনও ধর্মীয় মনোভাব থেকে করেননি বলেও জানান প্রধান শিক্ষক।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪শে সেপ্টেম্বর তারিখে এক দশম শ্রেনীর ছাত্রকে শ্রেণীকক্ষ থেকে বের করে দেন শিক্ষক এহেশান আলী। পরে প্রধান শিক্ষক মহাশয়ের হস্তক্ষেপে ওই ছাত্রকে শ্রেণীকক্ষে ঢুকতে দেওয়া হয়। পরে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা দেন ওই ছাত্রের পিতা।