Hindu Voice Desk: হিন্দু ঘৃণা দেখা গেল মুর্শিদাবাদের একটি হাই স্কুলে। এক হিন্দু ছাত্র গলায় তুলসী মারা পড়ে স্কুলে আসতেই ক্ষেপে গেলেন এক মুসলিম শিক্ষক। ক্লাস রুমের ভেতরে সবার সামনে ওই হিন্দু ছাত্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন ওই মুসলিম শিক্ষক এমনকি গালিগালাজ করেই থামেননি। ওই মুসলিম শিক্ষক ক্লাস থেকে বের করে দেওয়া হলো ওই ছাত্রকে পরে প্রধান শিক্ষক ওই ছাত্রকে ক্লাসে বসার অনুমতি দিলেও ক্লাসে ঢুকতে দেননি ওই মুসলিম শিক্ষক ঘটনা মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানার অন্তর্গত রামনগর হাই স্কুলের।
জানা গিয়েছে, গত ২৪শে সেপ্টেম্বর ওই স্কুলের মধ্যেই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ছাত্র দশম শ্রেণীতে পড়াশোনা করে। ঘটনার দিন অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর দ্বিতীয় পিরিয়ডে ক্লাস নিতে আসেন এহেসান আলী। এসেই ওই ছাত্রের গলায় তুলসীর মালা দেখে ছাত্রকে গালিগালাজ করতে শুরু করেন। ছাত্র কারণ জানতে চাইলে তাঁর ধর্ম তুলে তাকে কটুক্তি করেন এবং ক্লাস থেকে বের করে দেন ওই শিক্ষক। তখন ওই ছাত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে যান এবং প্রধান শিক্ষককে এই বিষয়ে জানান। তখন প্রধান শিক্ষক ওই ছাত্রকে ক্লাসে যেতে বলেন এবং ওই শিক্ষককে ফোনও করেন।
কয়েক মিনিটের পরই ওই ছাত্র ক্লাসে যখন যায়, তখন দেখেন যে শিক্ষক এহেসান আলী প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে কথা বলছেন এবং একসময় ফোনে ওই প্রধান শিক্ষকের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এহেসান আলী। তিনি কোন মতেই ওই ছাত্রকে ক্লাসে ঢুকতে দিতে রাজি ছিলেন না ওই ছাত্রকে দেখতে পেয়েই ফের গালিগালাজ শুরু করেন এহেসান আলী। অনেক তর্ক বিতর্কের পর ওই হিন্দু ছাত্রকে ক্লাসে বসতে দিতে রাজি হন এহেসান আলী।
এদিকে ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ওই হিন্দু ছাত্রের পিতা মধুসূদন ঘোষ। তিনি এই ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই লিখিত অভিযোগে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে তার পুত্রকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং ধর্মীয় বিদ্বেষ মূলক কটুক্তিও করা হয়েছে। এই ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে এখনো পর্যন্ত ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি স্কুলের তরফে।