Love Jihad: বাংলাদেশে পড়তে গিয়ে লাভ জিহাদের শিকার হলেন কলকাতার হিন্দু তরুণী



Updated: 06 January, 2023 8:54 am IST

এবার লাভ জিহাদের শিকার হলেন কলকাতার এক হিন্দু তরুণী। মুসলিম যুবকের প্রেমে পড়ে ইসলামে ধর্মান্তরিতও হলেন ওই তরুণী। আপাতত প্রেমিককে বিয়ে করে বাংলাদেশের ঢাকায় রয়েছেন ওই তরুণী, এমনটাই খবর। 

জানা গিয়েছে, ওই হিন্দু তরুণী আদতে কলকাতার নিমতা এলাকার বাসিন্দা। বেশ কয়েকবছর আগে পড়াশুনো করতে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়েই ওই তরুণীর পরিচয় হয় আব্দুল উকিল নামে এক যুবকের সঙ্গে। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিককে বিয়ে করতে ইসলামে ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন ওই হিন্দু তরুণী। 

বাংলাদেশের হিন্দুত্ববাদী টুইটার হ্যান্ডেল ‛Voice of Bangladeshi Hindus’-এ দেওয়া তথ্য অনুযায়ী, ওই হিন্দু তরুণীর পূর্বে নাম ছিল অমৃতা দত্ত। পরে লাভ জিহাদের শিকার হয়ে ইসলামে ধর্মান্তরিত হন। তাঁর নতুন নাম হয় মেহজাবিন চৌধুরী। তারপরই প্রেমিক আবদুলকে বিয়ে ঢাকায় রয়েছেন তিনি। 

টুইটার হ্যান্ডেলে আরও উল্লেখ করা হয়েছে যে ঐ তরুণী বর্তমানে শারীরিক নির্যাতনের শিকার এবং আইনি সহযোগিতা চেয়ে বাংলাদেশি হিন্দুত্ববাদী কর্মীদের কাছে আবেদন জানিয়েছেন। এমনকি ওই টুইটার পোস্টে আইনিভাবে ধর্মান্তরিত হওয়ায় নথি এবং ঐ তরুণীর ছবি শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই টুইটারে ওই পোস্ট ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য, এর আগে প্রেমের টানে নদীয়ারএক হিন্দু নাবালিকা বাংলাদেশের কুষ্টিয়ায় পাড়ি দিয়েছিলেন। সেখানে গিয়ে ইসলামে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে করে সংসার পেতেছিলেন। কিন্তু পরে বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে ধরা পড়ে জেল খাটেন। পরে ভারত সরকারের উদ্যোগে দেশে ফেরানো হয় তাকে।