কলকাতা, ১৮ জুন :- ১৮ই জুন, রবিবার সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চ প্রজ্ঞাপ্রবাহের পশ্চিমবঙ্গ শাখা লোকপ্রজ্ঞা ছাত্র শক্তির ব্যবস্থাপনায়, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈত্রিক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের এবং তাদের মায়েদের সংবর্ধনা অনুষ্ঠান। এই বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিকে রাজ্যস্তরে এক থেকে দশের মধ্যে rank করা ৭৮ জন ছাত্র-ছাত্রী সপরিবারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সামিল হন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রজ্ঞাপ্রবাহের পূর্ব ক্ষেত্র সংযোজক শ্রী অরবিন্দ দাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদের সদস্য ও স্বামী বিবেকানন্দ পৈত্রিক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক পূজ্যপাদ জ্ঞানলোকানন্দ মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক পূজ্যপাদ ইস্টেসানন্দ মহারাজ, সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, বিশিষ্ট গবেষক ডঃ অমিত ভট্টাচার্য সহ অন্যান্য গুণীজনেরা।
এই দিন উপস্থিত অতিথিরা কৃতী ছাত্র-ছাত্রী ও তাদের রত্নগর্ভা মায়েদের হাতে গাছ, পুস্তক ও শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানের বিশেষ পাওনা ছাত্র-ছাত্রী ও অভ্যগতদের উদ্দেশ্যে পূজ্যপাদ জ্ঞানলকানন্দ মহারাজ ও ইস্টেসানন্দ মহারাজের মূল্যবান আশীর্বাচন। অনুষ্ঠানের শেষ পর্বে তুহিনা প্রকাশনীর পক্ষ থেকে উন্মোচিত কয়েকটি পুস্তক। যার মধ্যে উল্লেখযোগ্য জ্ঞানলোকানন্দ মহারাজের ছাত্রদের জন্য বিশেষভাবে রচিত ‘মূল্যবোধে ধন্য জীবন’, , লোকপজ্ঞা ছাত্র শক্তির ছাত্র দিগন্ত চক্রবতীর ‘যেমন ছিল আমার দেশ ভারতবর্ষ’ ও সন্দীপ সিনহার, প্রতিদিনের পাথেয়’ বইটি। অনুষ্ঠানের শেষে রাষ্ট্র বন্দনা পরিবেশন করেন অধ্যাপক পার্থজিৎ সেনগুপ্ত।