এবার ভারতের সংসদ ভবনে হামলা চালানোর হুমকি দিলেন খালিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুন। আমেরিকার মাটিতে বসে ভিডিও জারি করে এমন হুমকি দিয়েছেন ওই জঙ্গি নেতা। আর এমন হুমকি সামনে আসার পরই যথেষ্ট সতর্ক ভারত। সংসদ ভবনের পাশাপাশি নতুন দিল্লীর বিভিন্ন স্থানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পান্নুনকে ঘিরেই তিক্ত হয়ে উঠেছিল ভারত ও আমেরিকার সম্পর্ক। কারণ আমেরিকার প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারত আমেরিকার মাটিতেই খালিস্তানি নেতা পান্নুনকে হত্যা করার ছক কষছে। ঠিক এমন সময়ে একটি ভিডিও জারি করে সংসদ ভবনে হামলার হুমকি দিলেন পান্নুন।
জঙ্গি নেতা পান্নুন যে ভিডিও প্রকাশ করেছেন, সেই ভিডিওর শিরোনাম দিয়েছেন ‘দিল্লী বনেগা খালিস্তান’। ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে- ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি তাকে হত্যার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। আর এর বদলা নিতেই খালিস্তানিরা ১৩ই ডিসেম্বরের আগে কিংবা পরে সংসদ ভবনে হামলা করবে।
এদিকে গত সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। আর এই অধিবেশন চলবে আগামী ২২শে ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে খালিস্তানি নেতার এমন হুমকিকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিল্লী জুড়েই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০১ খ্রিস্টাব্দের ১৩ই ডিসেম্বর সংসদ ভবনে জঙ্গিরা হামলা চালিয়েছিল। সেসব অন্ধকার দিন ভুলে ভারত এখন এক অন্য পর্যায়ে। খালিস্তানি জঙ্গিদের দাপট এখন বিদেশে। কানাডায় খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর পর থেকেই ভারতকে টার্গেট করে লাগাতার বয়ান দিয়ে চলেছেন পান্নুন। এবারে সংসদে ভবনে হামলার হুমকি। অনেকে বলছেন পাকিস্তানী জঙ্গি সংগঠন K-২ -এর মদত রয়েছে এর পিছনে।