ঝাড়খন্ড: রাঁচির রাম মন্দিরে দুষ্কৃতী হামলা, শ্রী রাম ও শ্রী হনুমানের মূর্তি ভাঙচুর



Updated: 10 January, 2024 6:35 am IST
ছবি: ঝাড়খণ্ডের রাঁচিতে রাম মন্দিরে হামলা
ছবি: ঝাড়খণ্ডের রাঁচিতে রাম মন্দিরে হামলা

অযোধ্যায় শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে দুষ্কৃতীদের হামলার শিকার হলো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির একটি রাম মন্দির। হামলা চালিয়ে মন্দিরের ভিতরে থাকা ভগবান শ্রী রাম এবং শ্রী হনুমানের মূর্তি ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

খবর অনুযায়ী, রাজধানী রাঁচির বারিয়াতু এলাকায় একটি প্রাচীন মন্দির রয়েছে। সেই মন্দিরে নিত্য পূজিত হন প্রভু শ্রী রাম ও শ্রী হনুমান। গত ৮ই জানুয়ারি, সোমবার সকালে পুরোহিত মন্দিরে এসে দেখেন যে মন্দিরের দরজা ভাঙা এবং ভিতরে থাকা প্রভু শ্রী রাম ও শ্রী হনুমানের মূর্তি ভাঙা অবস্থায় রয়েছে। তিনি তৎক্ষণাৎ মন্দিরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের খবর দেন।

খবর পেয়ে মন্দিরের সঙ্গে যুক্ত লোকজনের পাশাপাশি আশেপাশের হিন্দু বাসিন্দারাও মন্দিরে ছুটে আসেন। অনেকেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি তোলেন। স্থানীয় হিন্দুদের দাবি, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে মন্দিরটিতে ভাঙচুর চালানো হয়েছে।

এদিকে ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশের তরফে উচ্চপদস্থ কর্তারা এলাকায় গিয়ে স্থানীয় হিন্দুদের সঙ্গে কথা বলেন এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।