আসাম: হিন্দু নাবালিকাকে অপহরণ, ৩ দিন আটকে রেখে গণধর্ষণ; গ্রেপ্তার ১০ মুসলিম দুষ্কৃতী



Updated: 26 September, 2024 2:39 pm IST

Hindu Voice Desk: গণধর্ষণের শিকার হলেন আসামের শিলচরের এক হিন্দু নাবালিকা(১৬)। অপহরণ করে তিন দিন আটকে রেখে টানা গণধর্ষণ করা হয় ওই হিন্দু নাবালিকাকে। পরে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ১০ জনের সকলেই মুসলিম সম্প্রদায়ের।

জানা গিয়েছে, ওই নাবালিকার বাড়ি পশ্চিম শিলচর এলাকায়। গত ২২শে আগস্ট তারিখে ওই হিন্দু নাবালিকা তাঁর এক ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যান বড়খোলার যাত্রাপুরের দিকে। তখন রাস্তায় এক অটোচালক ওই হিন্দু নাবালিকাকে অপহরণ কর। অপহরণ করার পর একটি ঘরে নিয়ে গিয়ে আটকে রাখা হয় তাকে। তারপর শুরু হয় পাশবিক নির্যাতন। চলতে থাকা লাগাতার ধর্ষণ। 

প্রথমে ওই হিন্দুর নাবালিকাকে নিয়ে যাওয়া হয় বড়খোলার ভাঙারপাড় এলাকায়। পরে সেখান থেকে ছেচরি এলাকায় একটি ঘরে আটকে রাখা হয়। তিন দিন আটকে রেখে একের পর এক মুসলিম দুষ্কৃতী ওই নাবালিকার উপর নির্যাতন চালায়। প্রথমে কয়েকজন মিলে ধর্ষণ করার পর এক দুষ্কৃতি রীতিমতো ব্যবসা চালান বলে অভিযোগ করেছেন ওই হিন্দু নাবালিকা। 

ওই হিন্দু নাবালিকার অভিযোগ, দুষ্কৃতীরা পয়সার বিনিময় লোক ডেকে এনে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালায়। এমনকি তাকে ধর্ষণ করে ৫০-৬০ বছর বয়সী ব্যক্তিরাও। পরে তাকে শিলচর শহরের একটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় তাঁরা। 

পরে স্থানীয়রা উদ্ধার করে ওই হিন্দু নাবালিকাকে হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হওয়ার পর শিলচর সদর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করে ওই নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ প্রথমে সাত জন মুসলিম দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের জেরা করে পরে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট ১০ জন মুসলিম দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়েছে।  

এদিকে এই ঘটনা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শিলচর শহরে। এই ঘটনায় জড়িতদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।