আজ ২৪শে ডিসেম্বর, রবিবার এক ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকলো কলকাতা। গীতা পাঠ উপলক্ষে এমন জন সমাগম, এমন উৎসাহ ও আবেগ এই প্রথম দেখলো পশ্চিমবঙ্গের মানুষ। প্রায় দুই লক্ষের বেশি মানুষের আগমন ঘিরে সরগরম ব্রিগেড ময়দান।
সকাল হতেই রাজ্যের প্রায় সমস্ত জেলা থেকেই ব্রিগেড ময়দানে ভিড় জমাতে শুরু করেন সনাতন হিন্দুরা। সাদা পাজামা পাঞ্জাবী ও ধুতি পরে দলে দলে মানুষ ময়দানের বিভিন্ন প্রান্ত দিয়ে মূল অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে থাকেন। সকলেই কপালে তিলক পরেই প্রবেশ করেন। সকলের হতে ছিল গীতা। অনেকের হাতে ছিল গেরুয়া পতাকা। কেউ কেউ আবার খোল করতালের তালে তালে ‘হরে কৃষ্ণ’ কীর্তন করতে করতে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভরে যায় অনুষ্ঠান স্থল।
এদিকে এই অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। একাধিক বিশিষ্ট নেতা ও মন্ত্রী, বিধায়ক ও সাংসদদের দেখা গিয়েছে অনুষ্ঠানে। ভারত সেবাশ্রম সংঘের তরফে অনুষ্ঠান স্থলে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবক। এছাড়াও, অন্যান্য হিন্দু সংগঠনের তরফেও উপস্থিত ছিলেন কয়েক হাজার স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানের বিভিন্ন অংশে আগত হিন্দু জনতার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে তাদের।
এছাড়া, অনুষ্ঠানে যারা প্রবেশপত্র নিয়ে আসতে পারেনি, তাদের জন্য ছিল বিশেষ কাউন্টার। আধার কার্ড দেখিয়ে কুড়ি টাকা দিয়ে সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন করে ভিতরে প্রবেশ করতে পারছেন। সঙ্গে দেওয়া হচ্ছে একটি ছোট গীতা, জলের বোতল, বিস্কুট।
সবমিলিয়ে ঐতিহাসিক মুহূর্তের স্বাক্ষী থাকলো কলকাতা।