বাংলাদেশ: নগাঁও-র কালী মন্দিরে আগুন দিলো দুষ্কৃতীরা, পুড়ে ছাই প্রতিমা



Updated: 18 May, 2023 7:07 am IST

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে মৌলবাদীদের অত্যাচার অব্যাহত। এবারে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে একটি কালী মন্দিরে আগুন দিলো দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের দেওয়া আগুনে মন্দিরে থাকা মা কালীর প্রতিমা পুড়ে ছাই হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, কালী মন্দিরটি মহাদেবপুর থানার অন্তর্গত সরকারপাড়া গ্রামের নওহাটা মোড়ে অবস্থিত। আজ সকালে স্থানীয়রা দেখেন যে মন্দিরের ভিতরে থাকা মা কালীর প্রতিমা পোড়া অবস্থায় রয়েছে। পরে স্থানীয়দের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দেয়।

স্থানীয় হিন্দুদের অভিযোগ, ১৭ই মে, বুধবার রাতে দুষ্কৃতীরা ওই মন্দিরে আগুন দিয়েছে। ঘটনায় ইসলামিক মৌলবাদীদের হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।

যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, আর কিছুদিন পরেই বাংলাদেশের সাধারণ নির্বাচন। আর নির্বাচন যতই এগিয়ে আসছে হিন্দু মন্দির এবং হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ততই বেড়ে চলেছে। এর আগে গত ১৩ই মে, শনিবার রাতে লালমনিরহাট জেলায় বাচ্চাদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় মুসলিম প্রতিবেশীরা। তার পরের দিন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার শিঙ্গিমারি গ্রামের শ্মশান কালী মাতার মন্দিরের প্রতিমা ভাঙচুর করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। আর দুটি ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারই মধ্যে নগাওঁ জেলায় মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। আর লাগাতার এমন ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে হিন্দুদের মধ্যে।