Hindu Voice Desk: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম স্থানের উপরে ইসলামিক মৌলবাদীদের হামলা অব্যাহত। এবারে ঢাকার দুটি হিন্দু মন্দিরে আগুন দিলো সন্দেহভাজন ইসলামিক মৌলবাদী গোষ্ঠীর লোকজন। আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি হিন্দু মন্দির।
প্রাপ্ত খবর অনুযায়ী, ঢাকা জেলার তুরাগ থানার অন্তর্গত ধউর গ্রামে ইসকন পরিচালিত দুটি হিন্দু মন্দির রয়েছে। একটি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও অন্যটি শ্রী শ্রী মহাভোগ্য লক্ষ্মীনারায়ণ মন্দির। ৭ই ডিসেম্বর তারিখে রাত ২টা নাগাদ মৌলবাদীরা ওই দুটি মন্দিরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় হিন্দুদের অভিযোগ, পেট্রোল ঢেলে আগুন লাগানোর কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। চেষ্টা করেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। যতক্ষণে আগুন নেভানো হয়, ততক্ষণে মন্দিরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে যায়। তবে রাধাকৃষ্ণ মন্দিরের মূর্তি ও মন্দিরের কিছু অংশ বাঁচানো সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, প্রায় প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটছে। হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো, প্রতিমা ভাঙচুর ও মন্দিরে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে। এত কিছুর পরেও বাংলাদেশের সরকার সংখ্যালঘু হিন্দুদের উপরে হওয়া নির্যাতনকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে।