বাংলাদেশ: সিরাজগঞ্জের কালী মন্দিরে হামলা চালালো ইসলামিক মৌলবাদী



Updated: 22 March, 2024 5:57 am IST

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মস্থানে ইসলামিক মৌলবাদীদের হামলা অব্যাহত। এবারে ইসলামিক মৌলবাদী হামলার শিকার হলো সিরাজগঞ্জের একটি হিন্দু মন্দির।

জানা গিয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের অন্তর্গত হাটখোলা গ্রামে রয়েছে কালী মাতার মন্দির। গত ২০শে মার্চ রাত ১২ টা নাগাদ ওই মন্দিরে হামলা চালায় মহম্মদ মাহমুদুল নামে এক মুসলিম যুবক। হাতে ধারালো দা নিয়ে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। সেই সময় আশেপাশের হিন্দুরা তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় হিন্দুরা জানান যে মন্দিরের বাইরে দরজায় তালা দেওয়া ছিল। ওই মুসলিম যুবক মন্দিরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং প্রতিমা ভাঙচুর করে।

স্থানীয় হিন্দুরা আরও জানান যে ধারালো অস্ত্র নিয়ে মা কালীর প্রতিমার মুখে বারবার আঘাত করে ভেঙে ফেলার চেষ্টা করে ওই মৌলবাদী। তাতে প্রতিমার অনেক ক্ষতি হয়েছে।

ইতিমধ্যে ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত মৌলবাদী যুবকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় হিন্দু সংখ্যালঘু বাসিন্দারা।