বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন অব্যাহত। এবার এক বিবাহিতা হিন্দু মহিলাকে গণধর্ষণ করার ঘটনা ঘটলো। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
জানা গিয়েছে, ওই হিন্দু মহিলা পিরোজপুর শহরের বাসিন্দা। পেশায় দিনমজুর। দরিদ্র পরিবার। শহরের মুর্শিদবাড়ি সড়কের ধরে একটি ঝুপড়িতে ওই পরিবারের বসবাস। গত রবিবার, ১০ই ডিসেম্বর, ভোর রাতে আনুমানিক সাড়ে তিনটা নাগাদ একদল দুষ্কৃতী ওই বাড়িতে হানা দেয়। দুষ্কৃতীরা ওই হিন্দু গৃহবধূর স্বামীর হাত-পা বেঁধে ফেলে রাখে। তারপর একে একে তিন থেকে চারজন ওই গৃহবধূকে ধর্ষণ করে। এমনকি ধর্ষণের সময় ভিডিও রেকর্ড করে একজন দুষ্কৃতী।
#Bangladesh
— Hindu Voice (@HinduVoice_in) December 13, 2023
A married Hindu woman was gang-raped in #Pirojpur.
Hindu minorities are not safe in Bangladesh. pic.twitter.com/zdDyVX8YH0
ওই নির্যাতিতা গৃহবধূ জানিয়েছেন যে দুষ্কৃতীদের মুখ ঢাকা থাকায় কাউকেই চিনতে পারেনি সে। এমনকি পুলিশে অভিযোগ না জানানোর জন্য হুমকি দিয়ে যায় দুষ্কৃতীরা, জানিয়েছেন ওই গৃহবধূ।
পরের দিন সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই নির্যাতিতা মহিলার বাড়ির সামনে ভিড় করেন প্রতিবেশীরা। খবর পেয়ে এলাকায় ছুটে যান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। স্থানীয়রা পুলিশ সুপারকে ঘিরে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করার আশ্বাস দেন পুলিশ সুপার।
তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।