নির্দোষ হৃদয় পালকে প্রকাশ্যে মারতে মারতে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনা



Updated: 29 October, 2024 1:03 pm IST

Hindu Voice Desk: গত ২৮ অক্টোবর সোমবার ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলার কাদিরদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হৃদয় পালের (১৯) বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেইসবুকে কটূক্তির অভিযোগ তুলে কলেজে উত্তেজনা সৃষ্টি করে স্থানীয় মুসলিমরা।

জানা যায়, কিছুদিন আগে কৃষ্ণা দাস রাহুল নামে ফেসবুক ফেক আইডি থেকে হযরত মোহাম্মদ (স:), উম্মেহানি (রা:) হযরত আয়েশা (রা:) ও কাবা শরীফ নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। কলেজের অন্যান্য শিক্ষার্থীদের ধারণা কৃষ্ণ দাস রাহুল নামের ফেসবুক আইডিটি হৃদয় পাল পরিচালনা করে। এ সন্দেহে হৃদয় পালকে শিক্ষার্থীরা মারধর করে। পরে কলেজ কতৃপক্ষ হৃদয় পালকে আটক করে অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

কলেজ অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা জানান, প্রায় ৪-৫ মাস পূর্বে কৃষ্ণা দাস রাহুল নামে ওই আইডি থেকে হযরত মোহাম্মদকে (স:) নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। তখন পুলিশ হৃদয় পালকে আটক করে জেল হাজতে পাঠিয়েছিল। তবে হৃদয় পাল নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। তার এক বন্ধু তার ফেসবুক আইডি হ্যাক করে ওই স্ট্যাটাস দিয়েছে বলে হৃদয় পাল দাবি করেছে।

বেলা সাড়ে ১২টা থেকে কলেজ চত্বরে জড়ো হয়ে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদীসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেন। এ সময় তারা ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

স্থানীয় মুসলিমরা জানায়, কাদিরদী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী হৃদয় পালের ফেসবুক আইডি থেকে ইসলামের মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করে একটি স্টোরি আপলোড করা হয়।

এ খবর জানাজানি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের কয়েকটি মাদ্রাসার শিক্ষার্থীরা কলেজ চত্বরে জড়ো হয়ে হৃদয় পালকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান।

এ সময় অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন ছাত্র-জনতা। তারা কলেজের শ্রেণিকক্ষের জানালা, ফুলের টপ ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।

কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, বোয়ালমারী থানার ওসি মো. গোলাম রসুল, এবং ফরিদপুর থেকে সেনা বাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে নির্দোষ হৃদয় পালকে আটক করে চোখ বেঁধে, পিছনে দুহাত বেঁধে প্রকাশ্যে মারধর করে, সেনাবাহিনী তাদের গাড়িতে পেলে তাদের বুট জুতা দিয়ে লাথি মারে, পায়ের তালুতে লাঠি দিয়ে আঘাত করতে করতে ফরিদপুর সেনাক্যাম্পে নিয়ে যায়।

হৃদয় পাল বলেন, তিনি মোবাইল ব্যবহার করেন না। তার নামের ফেইসবুক আইডি দুই বছর আগে হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি থেকে অন্য কেউ দুই বছর আগে মহানবীকে (সা.) নিয়ে একটি আপত্তিকর পোস্ট করে। এ বিষয়ে পুলিশ তদন্ত করেও আমার (হৃদয় পাল) যুক্ত থাকার প্রমাণ পায়নি।