Hindu Voice Desk: দশ বছর বয়সী এক হিন্দু নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল জয়নগরের মহিষমার এলাকায়। আজ ৫ই অক্টোবর, শনিবার সকালে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহিষমারি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
জানা গিয়েছে, ওই হিন্দু নাবালিকা জয়নগর থানার অন্তর্গত মহিষমারি বাজার সংলগ্ন কৃপাখালি গ্রামের বাসিন্দা। স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রী ছিল সে। প্রতিদিন স্কুল থেকে একাই বাড়িতে ফিরে আসতো সে। কিন্তু ঘটনার দিন সে বাড়িতে ফেরেনি। তাঁর পরিবারের তরফ থেকে স্থানীয় মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যাওয়া হয়। অভিযোগ, প্রথমে পুলিশ গুরুত্ব দেয়নি। পরে তাদেরকে জয়নগর থানায় যেতে বলা হয়। রাতভর নিখোঁজ থাকার পর আজ শনিবার সকালে নাবালিকার মৃতদেহ এলাকার একটি জলা জমি থেকে উদ্ধার হয়।
দেহ উদ্ধারের পরই এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ যদি প্রথমেই অভিযোগ নিতো এবং নাবালিকাকে খুঁজে বের করার চেষ্টা করত, তাহলে হয়তো ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার হতো না। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এলাকায় মিছিল বের করেন স্থানীয়রা। ওই মিছিলর একটি অংশ মহিষমারি থানায় হামলা চালায়। থানায় ভাঙচুর করা হয়। স্থানীয়দের অভিযোগ পুলিশ বিক্ষুব্ধ জনতার উপরে লাঠিচার্জ করে।
এদিকে পুলিশ তদন্ত চালিয়ে মোস্তাকিম সরদার নামে এক মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে। সূত্রের খবর মুস্তাকিম পাশের এলাকারি বাসিন্দা। সিসিটিভি ফুটেজ-এর সূত্র ধরে মুস্তাকিমকে চিহ্নিত করা হয়।
এদিকে এখনো এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। নতুন করে যাতে হিংসা না ছড়িয়ে পড়ে সেদিকে লক্ষ্য রেখে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়।