কপালে তিলক ও গলায় মালা পরে স্কুলে আসা যাবে না। হিন্দু ছাত্রীদের এমনই নির্দেশ দিয়েছিলেন স্কুলের এক শিক্ষিকা। কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিলক পরে স্কুলে আসতেই ছাত্রীদের বকাঝকা করেন এক শিক্ষিকা, এমনই অভিযোগ ঘিরে তোলপাড় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ।
জানা গিয়েছে, এলাকায় রয়েছে রঘুনাথগঞ্জ উচ্চতর গার্লস হাই স্কুল। সেই স্কুলের এক শিক্ষিকা ছাত্রীদের তিলক ও গলায় মালা পরে স্কুলে আসতে নিষেধ করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তিলক পরেই স্কুলে আসতে থাকে ছাত্রীরা। আর এতেই ক্ষেপে গিয়ে ছাত্রীদের বকাঝকা করেন ওই শিক্ষিকা। এর এতেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়।
এমন ঘটনার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হিন্দু জনতা ও অভিভাবকরা। গতকাল, ১৪ই জুন, শুক্রবার, স্কুলের সামনে এক অভিনব প্রতিবাদে সামিল হন তাঁরা। সঙ্গে যোগ দেন ইসকনের সাধু সন্ন্যাসীরা। স্কুলের দরজার সামনে কীর্তন গানের মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে প্রতিবাদ চলতে থাকে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিভাবকদের সঙ্গে কথা বলে কোনরকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
তবে স্কুলের প্রধান শিক্ষিকা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রধান শিক্ষিকা জানান যে তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। স্কুলের দরজায় প্রতিবাদ দেখেই তিনি বিষয়টি সম্বন্ধে জানতে পারেন।
Appeal: If you love our work, you can help us by contributing a small amount monthly.
UPI: hinduvoice@upi