শীতলকুচি: দুর্গা পূজার প্যান্ডেলে গরুর কাটা মাথা ফেলে দিয়ে গেলো দুষ্কৃতীরা



Updated: 29 September, 2024 8:10 am IST

Hindu Voice Desk: দুঃখজনক ঘটনার খবর এলো কোচবিহার জেলার শীতলকুচি ব্লক থেকে। খবর অনুযায়ী ওই ব্লকের খলিসামারি সরকারের হাটের দুর্গা পূজার প্যান্ডেলে গরুর কাটা মাথা ফেলে দিয়ে গিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারের হাটে পুজোর আয়োজন করা হচ্ছিলো। সেই পূজা উপলক্ষে প্যান্ডেল তৈরি করা হয়েছিল। আজ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সকালে স্থানীয়রা দেখেন যে সেই প্যান্ডেলের ভেতরে একটি গরুর কাটা মাথা রাখা হয়েছে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। ভিড় জমান স্থানীয় হিন্দুরা। খবর দেওয়া হয় শীতলকুচি থানায়। 

ছবি: ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশের একটা টিম। পুলিশ আধিকারিকরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার আশ্বাস দেন। 

স্থানীয় সূত্রের খবর, এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। অনেকেই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন। স্থানীয়দের কেউ কেউ বলছেন যে এমন ঘটনা বাংলাদেশে ঘটলেও কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় এমন ঘটনা প্রথম। অবিলম্বে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা।