বাংলাদেশি মুসলমানদের ভোট চাই না, আসামের বিজেপি নেতার মন্তব্যে চাঞ্চল্য



Updated: 23 January, 2023 11:15 am IST

বাংলাদেশ থেকে আসা মুসলমানদের ভোট চাই না। ওদের ভোট ছাড়াই ২০২৪ সালে আসামে বিজেপি বিপুল ভোটে জিতবে – এক কর্মীসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করলেন আসাম রাজ্যের বিজেপি সভাপতি শ্রী ভবেশ কলিতা। এমনকি কংগ্রেস ও এআইইউডিএফ আসামে শূন্য হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বেলতলায় অবস্থিত বিজেপির রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে অংশ নিয়েছিলেন ভবেশ। সেই অনুষ্ঠানে কর্মীদের সামনে বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেও একই সুরে বিরোধীদের শূন্য করার কথা বলেন।

ভবেশ কলিতা বলেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলাদেশি মুসলমানদের কাছে ভোট চাইবো না। ওদের ভোট ছাড়াই বিজেপি জিতবে। শুধু তাই নয়, কংগ্রেস শূন্য হবে এবং ধুবড়ি র সাংসদ বদরুদ্দীন আজমলও যাতে সংসদে যেতে না পারেন, তার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

তবে তিনি সেই সঙ্গে এও জানান যে বাংলাদেশি মুসলমানদের ভোট বিজেপি না চাইলেও খিলঞ্জিয়া মুসলমানদের কাছে ভোট চাইবে বিজেপি। তাঁর দাবি, খিলঞ্জিয়া মুসলমানরা বিজেপির সঙ্গে রয়েছে এবং তাঁরা দুহাত তুলে বিজেপিকে চব্বিশের লোকসভা নির্বাচনে সমর্থন করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আসামের রাজনৈতিক মহলে বাংলাদেশি মুসলিমদের অনেকেই মিঞা মুসলমান বলে থাকেন। এই মিঞা মুসলমান ভোটাররা বরাবরই বিজেপি বিরোধী এবং আসামের বেশ কয়েকটি জেলায় এই ভোটাররা নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকেন। মিঞা ভোটাররা মূলত বদরুদ্দীন আজমলের দল AIUDF -এর সমর্থক। আর এদের সঙ্গে আদি অসমীয়া মুসলমানদের বিরোধিতা সর্বজনবিদিত। তাই অসমীয়া মুসলমান অর্থাৎ খিলঞ্জিয়া মুসমানদেরকে কাছে টানতে নানারকম উদ্যোগ নিয়েছে বিজেপি। উদ্দেশ্য, তাদের ভোট নিয়ে মুসলিম অধ্যুষিত আসনগুলোতে ভালো ফল করা। আর এই উদ্দেশ্য সফল হবে কিনা, ত সময়ই বলবে।