অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে খেলতে নামার আগে উজ্জয়িনীর বিখ্যাত বাবা মহাকালেশ্বর মন্দিরে পূজা দিলেন বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।
খবর অনুযায়ী, আজ ৪ঠা মার্চ, শনিবার ভোর ৪টা নাগাদ সস্ত্রীক মন্দিরে পৌঁছান বিরাট। মন্দিরের গর্ভগৃহে গিয়ে দুজনে বাবা মহাকালেশ্বরের ভস্ম আরতি করেন। ভস্ম আরতি একটি বিশেষ আরতি যা ব্রহ্ম মুহূর্তে করা হয়। এই আরতিতে ভস্ম দিয়ে বাবা মহাকালেশ্বরকে স্নান করানো হয়। ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত থাকে।
পরে মন্দিরে পূজা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়।
তারপরে দুজনে বাবা মহাকালেশ্বরের জলাভিষেক করেন। এই অনুষ্ঠানের জন্য বিরাট কোহলি পরেছিলেন ধুতি। অনুষ্কা শর্মা পড়েছিলেন পূজার উপযোগী ঐতিহ্যবাহী শাড়ি। পূজা শেষ করে কিছুক্ষন মন্দিরের মেঝেতে বসে কাটান বিরাট ও অনুষ্কা।
প্রসঙ্গত, এই বছরের শুরুতে আধ্যাত্মিক টানে ঋষিকেশ গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। সেখানে স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে গিয়েছিলেন তাঁরা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল।