ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন বাঙ্গালী ডাঃ জয় ভট্টাচার্য



Updated: 27 November, 2024 9:57 am IST

Hindu Voice Desk: কিছুদিন আগেই বিপুল ভোটে জয়লাভ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রপতি পদে শপথ নেওয়া এখনও বাকি। কিন্তু তার আগেই নিজের ভবিষ্যৎ প্রশাসনিক দপ্তরকে ঢেলে সাজাচ্ছেন তিনি। এবার তাঁর সেই প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন বাঙ্গালী চিকিৎসক ও বিজ্ঞানী ডাঃ জয় ভট্টাচার্য।

এক বিবৃতি জারি করে জয় ভট্টাচার্যকে জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান(NIH)-এর ডাইরেক্টর পদে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। জয় ভট্টাচার্যের নেতৃত্বে আমেরিকার স্বাস্থ্যখাতে ও ঔষধ গবেষণার খাতে ব্যাপক পরিবর্তন আসবে, এমন আশা ব্যক্ত করেছেন তিনি।

ডাঃ জয় ভট্টাচার্য বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত। মেডিসিনে ডক্টরেট ডিগ্রি রয়েছে। পাশাপাশি অর্থনীতিতে পিএইচডিও রয়েছে তাঁর।

করোনা মহামারীর সময়ে বাইডেন প্রশাসনের স্বাস্থ্যনীতির বিরোধিতা করায় রোষানলে পড়েছিলেন জয় ভট্টাচার্য। তিনি বাইডেন প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করায় তোপের মুখে পড়েছিলেন। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছিল। আর সেই গবেষকের উপরে ভরসা করলেন নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।