ত্রিপুরা: ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে সোহেল মিঞা এবং তাঁর দুই বন্ধুর দ্বারা ধর্ষিতা হলেন হিন্দু নাবালিকা



Updated: 02 June, 2023 10:28 am IST

ত্রিপুরায় গণধর্ষণের শিকার হলেন এক হিন্দু নাবালিকা। গত বুধবার রাতে গোমতী জেলার উদয়পুরের এক পার্কে ওই হিন্দু নাবালিকাকে গনধর্ষন করে প্রেমিক সোহেল মিঞা ও তাঁর দুই বন্ধু। ইতিমধ্যেই আরকে পুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

নাবালিকার পরিবারের সূত্রে জানা গিয়েছে, প্রায় মাস ছয়েক আগে ফেসবুকে ওই হিন্দু নাবালিকার সঙ্গে পরিচয় হয় এক যুবকের। যুবক নিজেকে হিন্দু পরিচয় দেয় এবং তাঁর ফেসবুকের প্রোফাইলে হিন্দু নাম দেওয়া ছিল। প্রায় ছয় মাস অনলাইনে কথা হওয়ার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা দেখা করার সিদ্ধান্ত নেন।

গত বুধবার সন্ধ্যা নাগাদ ওই হিন্দু নাবালিকা দেখা করতে তেপানিয়া পার্কে যান। সেখানে কথাবার্তায় ওই যুবক তাঁর আসল পরিচয় জানায়। তখন ওই নাবালিকা ওখান থেকে চলে আসতে চাইলে তাকে আটকে রাখে সোহেল মিঞা এবং তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু।

ওই নাবালিকার অভিযোগ, তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় সোহেল মিঞা ও তাঁর দুই বন্ধু। তারপর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। গাড়ি দাঁড় করিয়ে তাকে ধর্ষণ করে তিনজন। তারপর মেয়েটিকে রাজারবাগ এলাকায় নিয়ে এসে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে কোনরকমে বাড়িতে ফিরে আসে মেয়েটি। বাড়ি ফিরে পুরো ঘটনা জানায় সে। তারপরই থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।